ঢাকা | 15 January 2026

টাঙ্গাইল প্রেসক্লাবে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jan 1, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে টাঙ্গাইল প্রেসক্লাবে দোয়া করা হয়েছে। বুধবার সন্ধ্যায় প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের বিদায়ী সভাপতি জাফর আহমেদ, নবাগত সভাপতি আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সহ-সভাপতি কাজী তাজউদ্দিন রিপন, দপ্তর ও পাঠাগার বিষয়ক সম্পাদক অরণ্য ইমতিয়াজ প্রমুখ। এতে দোয়া পরিচালনা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য মাসুম ফেরদৌস।
প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন খালেদা জিয়া। বুধবার বাদ জোহর সংসদ ভবনের পাশে মানিক মিয়া অ্যাভিনিউতে নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। এতে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসসহ কয়েক লক্ষাধিক মানুষ অংশ নেয়। পরে জিয়া উদ্যানে জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ