ঢাকা | 12 September 2025

টাঙ্গাইলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত

Deleted, Deleted
নিউজ প্রকাশের তারিখ :Aug 12, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728


স্টাফ রিপোর্টার:
"প্রযুক্তি নির্ভর যুবশক্তি,বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি" স্লোগানে টাঙ্গাইলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। 
দিবসটি উদযাপন উপলক্ষে ১২ আগস্ট মঙ্গলবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তর টাঙ্গাইল এর আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তর টাঙ্গাইলের হল রুমে,শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, সনদপত্র বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। 
যুব উন্নয়ন অধিদপ্তর, টাঙ্গাইলের উপপরিচালক ফাতেমা বেগম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্যাহ আল মামুন, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার প্রমুখ। 
অনুষ্ঠানে  শপথ বাক্য পাঠ করান যুব উন্নয়ন অধিদপ্তর টাঙ্গাইলের উপপরিচালক ফাতেমা বেগম। এরপর অতিথিবৃন্দ  আলোচনা সভায় বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে জেলা প্রশাসক শরীফা হক এর হাত থেকে, টাঙ্গাইল সদরের তিনজন উদ্যোক্তাকে এক লাখ পঞ্চাশ হাজার করে টাকা যুব ঋণের চেক এবং প্রশিক্ষণ নেওয়া উদ্যোক্তারা সনদপত্র ও ক্রেস্ট গ্রহণ করেন।সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ