ঢাকা | 04 November 2025

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় গাড়িতে অগ্নিসংযোগ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 17, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 টাঙ্গাইলের নাগরপুর-পাকুটিয়া সড়কে বৃন্দাবন রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সামনে বৃহস্পতিবার(১৬ অক্টোবর) সকালে হেঁটে যাওয়া শিক্ষার্থী নওরীন বাসচাপায় নিহত হওয়ার ঘটনায় গাড়িতে অগ্নিসংযোগ করেছে উত্তেজিত জনতা। নিহত শিক্ষার্থী নওরীন নাগরপুর বৃন্দাবন রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানায়, নাগরপুর থেকে ঢাকাগামী এসবি লিংকের একটি বাস পাকুটিয়া হয়ে ঢাকা যাওয়ার পথে বৃন্দাবন রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে রাস্তা দিয়ো হেঁটে যাওয়া শিক্ষার্থী নওরীনকে পেছন থেকে সজোড়ে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই শিক্ষার্থী নওরীন নিহত হন। এ দুর্ঘটনায় স্থানীয় জনগন উত্তেজিত হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) রফিকুল ইসলাম জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘাতক বাসের চালক ধামরাই উপজেলার রুহুল আমিনের ছেলে রাজু মিয়াকে জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ