টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি চেয়রপারসনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ। আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের নিকট মনোনয়নপত্র জমা দেন।
তিনি ১৯৯১, ১৯৯৬, ১৯৯৬ (১৫ ফ্রেবরুয়ারি) ও ২০০১ সালে মোট চারবার এ আসন থেকে এমপি নির্বাচিত হন। বিএনপির সরকারের দুই মেয়াদে তিনি প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। এবার তিনি বিএনপির দলীয় মনোনয়ন বঞ্চিত হন।
মনোনয়ন জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের জানান, ঘাটাইলের জনগন আমাকে বাব বার এমপি বানিয়েছে। দল আমাকে মন্ত্রী বানিয়েছে। আমি দলের বিপক্ষে নই। কিন্তু এ আসনে দল যাকে মনোনয়ন দিয়েছে তিনি বহিরাগত। ঘাটাইলের জনগন ও দলের নেতাকর্মী ও সমর্থকরা সেই মনোনয়ন মেনে নেইনি। জনগনই আমাকে প্রার্থী বানেিয়ছে। আশাকরি তারাই আমাকে বিজয়ী করবে। তাদের বিজয়ই আমার বিজয়।
মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক ছেন্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মঞ্জুরুল হক সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, বিআরডিরি’র চেয়ারম্যান হারুন অর রশিদ ও বিএনপি নেতা মোঃ শামীম।