ঢাকা | 04 November 2025

তরুণদের ভাবনায় গড়ে উঠবে নতুন বাংলাদেশ : জাহেদী

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 13, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

জাতীয় নীতির "কৃষি, নদী ও উন্নয়নের গতিপথঃ বঙ্গীয় বদ্বীপের পুনরাবিষ্কার” বিষয়ক প্রতিযোগিতা ২০২৫'-এর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের চূড়ান্ত পর্ব সম্পন্ন হয়েছে।  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী বলেছেন দেশের মেধাবী তরুণদের ভাবনায় আগামীদিনের নতুন সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ বিনির্মানে কাজ করছে বর্তমান সরকার। তিনি বলেন দেশের প্রতিটি ক্ষেত্রে টেকসই উন্নয়নের জন্য 
বিশ্ববিদ্যালয় গুলোতে উন্নত প্রযুক্তিনির্ভর গবেষণা অতীব প্রয়োজন। বর্তমান সরকার কিছু কিছু ক্ষেত্রে সে উদ্যোগ গ্রহণ করে ইতিমধ্যেই পাইলট প্রকল্প শুরু করেছে।
‎সোমবার (১৩ অক্টোবর)  দুপুরে ময়মনসিংহস্থ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ( বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। এসময় বাকৃবি ভিসি দেশের প্রয়োজনভিত্তিক বিভিন্ন টেকসই উন্নয়নে আধুনিক প্রযুক্তিনির্ভর গবেষণায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন। এর জবাবে  সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নসহ নানা গবেষণার জন্য স্থানীয় সরকার বিভাগ বাকৃবিতে যথাসাধ্য সহযোগিতা প্রদান করবে।
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত তারুণ্যের উৎসব এর বছরব্যাপী কর্মসূচি ও জুলাই বিদ্রোহের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় নীতি প্রণয়ন সম্পর্কিত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ‎বিশেষ অতিথিদের বক্তব্য রাখেন বাকৃবি ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন, যুব ও ক্রীড়া উপদেষ্টার সহকারী একান্ত সচিব মোঃ আয়মন হাসান রাহাত।‎
‎বাকৃবি প্রফেসর ড. মতিউর রহমানের সঞ্চালনায় বিষয়ে ভিত্তিক নীতির চূড়ান্ত রাউন্ডের ৫টি দল তাদের উদ্ভাবিত নীতিমালা উপস্থাপনা করেন। এতে ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণ করা হয় কৃষি, পানি ও উন্নয়নের পথ: বঙ্গীয় বদ্বীপের পুনর্গঠন" বিষয়ক গবেষণায় তিনটি দল পুরষ্কার লাভ করে। তাদের নগদ অর্থ ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী সোমবার বিকেলে ময়মনসিংহ সদর উপজেলায় নির্মাণাধীন নগর মাতৃসদন এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন পরিচালিত নগর মাতৃসদন কেন্দ্র পরিদর্শন করেন। এরপর সিটি করপোরেশনের হলরুমে  নগর প্রাথমিক স্বাস্থ্য সেবা বিষয়ক অংশীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ