ঢাকা | 04 November 2025

ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 29, 2025 ইং
ছবির ক্যাপশন: অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় বিজয়ীর হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। ছবির ক্যাপশন: অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় বিজয়ীর হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।
ad728

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শরীরচর্চা শিক্ষা বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী বার্ষিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মোট ৩৬টি ইভেন্টে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। মঙ্গলবার বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. মাহফুজ রেজা। প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, শিক্ষার্থীদের খেলাধুলায় পারদর্শিতা ও সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করে বলেন, “সুস্থ ও সুন্দর জীবন গড়ে তুলতে হলে খেলাধুলার চর্চা অব্যাহত রাখতে হবে।”

দুই দিনের প্রতিযোগিতায় ছাত্রদের মধ্যে সর্বোচ্চ পদক অর্জন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল চ্যাম্পিয়ন হয় এবং রানার্স আপ হয় শেখ রাসেল হল। অপরদিকে ছাত্রীদের মধ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল চ্যাম্পিয়ন এবং আলেমা খাতুন ভাসানী হল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।

ব্যক্তিগত ইভেন্টে দ্রুততম মানব হয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মো. ফেরদাউস, এবং দ্রুততম মানবী হয়েছেন এফটিএনএস বিভাগের ছাত্রী সমাপ্তী খান। সেরা খেলোয়াড় (ছাত্র) নির্বাচিত হয়েছেন মো. ফেরদাউস (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ) এবং রানার্স আপ হয়েছেন মো. শাকিল আহমেদ (ফার্মেসি বিভাগ)। সেরা খেলোয়াড় (ছাত্রী) নির্বাচিত হয়েছেন তাবাচ্ছুমা আক্তার (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ) এবং রানার্স আপ হয়েছেন সমাপ্তী খান (এফটিএনএস বিভাগ)।

এছাড়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ১০০ মিটার দৌড় ও গোলক নিক্ষেপ ইভেন্টও অনুষ্ঠিত হয়। ছাত্রদের ৪০০ মিটার রিলে ইভেন্টের মাধ্যমে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার সকল ইভেন্টের সফল সমাপ্তি হয়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ