ঢাকা | 15 January 2026

সীমান্তে বিজিবির অভিযানে ৪ লক্ষাধিক টাকার চোরাচালানি পণ্য আটক

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jan 10, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ০৯ ও ১০ জানুয়ারি পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল, জিরা এবং গরু আটক করে। আটককৃত চোরাচালানী মালামাল ও গরুর সিজার মূল্য ৪,৩০,০০০/- (চার লক্ষ ত্রিশ হাজার) টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান জানান, বিজিবির দায়িত্বপূর্ণ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাধীন ডাকিয়াপাড়া, গাবরাখালী, ভারালিয়াকোনা এবং কড়াইতলী নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় কম্বল, জিরা এবং গরু পাচারের চেষ্টা করে।
 ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক জানান। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ