ঢাকা | 04 November 2025

ময়মনসিংহে যানজট মুক্ত বাসযোগ্য নগরী গড়তে মহাপরিকল্পনাসহ প্রশস্ত সড়ক নির্মাণ জরুরি

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 6, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728



শিক্ষা সংস্কৃতি ঐতিহ্যের পাদপীঠ দু'শ বছরের প্রাচীন ময়মনসিংহে মানুষ-যানবাহনের ব্যাপক বৃদ্ধি  এবং  অপরিকল্পিতভাবে নগরায়নে শত শত বহুতল ভবন নির্মিত হলেও নগরের প্রধান প্রধান রাস্তা বৃদ্ধি পাইনি ১ ইঞ্চিও। ফলে নিত্য যানজটের কবলে পড়ে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। চলাচলসহ নানা প্রতিবন্ধকতা দূর করে মানুষের জন্য বাসযোগ্য নগর গড়ে তুলতে দ্রুত সুপ্রশস্ত সড়ক নির্মাণসহ টেকসই নগর উন্নয়নে সর্বাধুনিক মহাপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের প্রতি জোর তাগিদ দিয়েছেন নগর বিশেষজ্ঞরা। অন্যথায় নানা সমস্যায় নিমজ্জিত প্রাচীণ শহরটি অচিরেই বসবাসের অনুপযুক্ত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

 “ময়মনসিংহ নগরীর যানজট নিরসনে সমাধান অন্বেষণ বৈঠক” ৫ অক্টোবর সন্ধ্যায় ময়মনসিংহ জেলা পরিষদের জয়নুল আবেদীন মিলনায়তনে সম্পন্ন হয়েছে। বৈঠকে নগরীর যানজটের নানাবিধ কারণ, চলমান সংকট এবং সম্ভাব্য সমাধান নিয়ে মুক্ত আলোচনা করেন বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, শিল্পী, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, এনজিও কর্মী ও সাধারণ নাগরিকরা।

 ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে হাবিবা মিরা বৈঠকে প্রধান অতিথি ছিলেন। নাগরিক ভাবনার সাথে ঐক্যমত পোষণ করে তিনি বলেন,  “নগরের উন্নয়ন শুধু অবকাঠামো নয়, নাগরিক মনোভাবের পরিবর্তনের ওপরও নির্ভরশীল। সচেতন নাগরিক সমাজের সহযোগিতা ছাড়া কোনো উন্নয়নই টেকসই হয় না।”

নিরাপদ সড়ক চাই, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আবদুল কাদের চৌধুরী মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কে. বি. এম. সাদ্দাম হোসেন, বিআরটিএ-এর সহকারী পরিচালক মোঃ আবু নাঈম, পরিদর্শক মোঃ জহির উদ্দিন বাবর এবং সুজন ময়মনসিংহের সম্পাদক।
নগর গবেষক ইয়াজদানী কোরায়শী কাজল কী-নোট প্রবন্ধ উপস্থাপন করেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিপ্লব নিভ।অনুষ্ঠানে শহরের যানজটের কারণ ও প্রতিকার বিষয়ে গুরুত্বপূর্ণ অডিও-ভিজুয়াল প্রেজেন্টেশন উপস্থাপন করেন জাগ্রত ময়মনসিংহের আহ্বায়ক, সাংবাদিক ও গবেষক মজিবুর রহমান মিন্টু।

তিনি নগরীর অপরিকল্পিত নগরায়ন, সংকীর্ণ সড়কব্যবস্থা, রিকশা ও অটোরিকশার আধিক্য, এবং কেওয়াটখালি আর্চ স্টিল ব্রিজের সংযোগ সড়ক বাঁকানোর কারণে সৃষ্ট ভয়াবহ যানজটের বাস্তব চিত্র তুলে ধরেন। তিনি বলেন,  “এই শহরের সড়ক পরিকল্পনায় জনসংখ্যা ও যানবাহনের বৃদ্ধি বিবেচনায় না রাখায় প্রতিদিন নাগরিকদের মূল্যবান সময় ও অর্থ নষ্ট হচ্ছে।”

আলোচনায় অংশ নেন ড. মোঃ জাহাঙ্গীর আলম (সাবেক পরিচালক, বিনা), এডভোকেট শিব্বির আহমেদ লিটন (পরিবেশ রক্ষা ও উন্নয়ন আন্দোলন), এডভোকেট এ. টি. এম. মাহবুব আলম (গণমাধ্যম মানবাধিকার সংস্থা), সারোয়ার কামাল রবিন (জন উদ্যোগ ময়মনসিংহ), তাপস মজুমদার ও মাহবুবুর রহমান (আইকনিক ময়মনসিংহ), মানস বিশ্বাস (নগর পরিকল্পনাবিদ, সিটি করপোরেশন), মোঃ মোজাম্মেল হক মানিক (মোটরযান কর্মচারী ইউনিয়ন), এ এফ এম এনামুল হক (নদী পরিদর্শন দল), এবং আরও অনেকে।

নগরের নানা সমস্যা তুলে ধরে বক্তারা বলেন, ময়মনসিংহ নগরকে টেকসই ও আধুনিক শহরে রূপান্তর করতে হলে যানজট নিরসনে বিকল্প সড়ক ও রুট পরিকল্পনা বাস্তবায়ন, গণপরিবহন ও পথচারী-বান্ধব ব্যবস্থা চালু, হকার পুনর্বাসন, পরিবেশসম্মত সড়ক ব্যবস্থাপনা এবং কেওয়াটখালি সেতুর সংযোগ সড়ক পুনঃনকশা করা জরুরি।

তারা আরও বলেন, শহরের প্রধান সড়কগুলো প্রশস্ত করা ছাড়া কোনো বিকল্প পথ নেই। এ ছাড়াও হকারদের দখল, অবৈধ পার্কিং, ফুটপাত দখল, এবং ট্রাফিক ব্যবস্থাপনায় সমন্বয়ের অভাব পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

বক্তারা নগর উন্নয়নে দীর্ঘমেয়াদি টেকসই মাস্টারপ্ল্যান বাস্তবায়ন, সড়ক সংস্কার, বিকল্প রুট তৈরি, নির্দিষ্ট পার্কিং জোন ও কড়া ট্রাফিক আইন প্রয়োগের দাবি জানান। তারা মনে করেন, নাগরিক ও প্রশাসনের যৌথ উদ্যোগ ছাড়া যানজট নিরসন সম্ভব নয়।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), নাগরিক আন্দোলন ময়মনসিংহ, জন উদ্যোগ ময়মনসিংহ, পরিবেশ রক্ষা ও উন্নয়ন আন্দোলন, সুজন ময়মনসিংহ, আইকনিক ময়মনসিংহ, সদা জাগ্রত ময়মনসিংহ, ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলন, বেঙ্গল ইনোভেটরস ও সম্মিলিত সামাজিক আন্দোলন ময়মনসিংহ।

নগর উন্নয়নে এরূপ অনুষ্ঠান অব্যাহত রাখার প্রতি গুরুত্ব দিয়ে বক্তারা আশা প্রকাশ করেন, পরিকল্পিত উদ্যোগ ও সমন্বিত প্রয়াসের মাধ্যমে ময়মনসিংহ একদিন হবে নিরাপদ, গতিশীল ও পরিবেশবান্ধব আধুনিক মহানগর।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ