টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আওলাতৈল ডি.আই. দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০ টায় মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ রশিদুল ইসলাম রতন এর সভাপতিত্বে, সহকারী শিক্ষক আমিনুল ইসল এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কবীর।আরও বক্তব্য রাখেন অত্র মাদ্রাসা প্রাক্তন সুপার নেক্কব হোসাইন কালিহাতী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার ফরহাদুজ্জামান, প্রাক্তন শিক্ষক মো.হাবিবউল্লাহ বাহার, বিদ্যোৎসাহী সদস্য হারুন-অর রশিদ, অভিভাবক আমিনুল ইসলাম, প্রাক্তন ছাত্র মো. জমশের, দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন অত্র মাদ্রাসার সুপার এস এম কামরুজ্জামান ।অত্র মাদ্রাসা সভাপতি বক্তব্যে বলেন, মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সক্রিয় ভূমিকা এবং প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যতে মাদ্রাসার সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।দিনব্যাপী এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শতাধিক প্রাক্তন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।