মহান বিজয় দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষে মুসলিম ইনস্টিটিউট, ময়মনসিংহ এর পক্ষ থেকে ২ দিনব্যাপী অনুষ্ঠানমালায় ১৭ডিসেম্বর, বুধবার, বিকাল ৩টায় আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( রাজস্ব) জন কেনেডি জাম্বিল।
মুসলিম ইনস্টিটিউটের সহ সভাপতি অধ্যাপক এ.কে.এম শফিকুল ইসলামের সভাপতিত্বে ও অধ্যাপক মো. মাহবুবুর রহমান হেনরি'র সঞ্চালনায় অনুষ্ঠানের অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মুফতি অধ্যাপক মুহিবুল্লাহ।
এতে বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি বেজড মেডিকেল কলেজ বাংলাদেশ ( সিবিএমসিবি) অধ্যক্ষ প্রফেসর ডা. মাহফুজুর রহমান খাঁন চৌধুরী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল ও মুসলিম ইনস্টিটিউট ময়মনসিংহের সাধারণ সম্পাদক প্রফেসর মো. কামরুল হোসেন। এতে মূল বক্তা ছিলেন মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের ময়মনসিংহ উপাধ্যক্ষ প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান।
দ্বিতীয় পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।