ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর/২৫) রাতে ময়মনসিংহের গৌরীপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়তের আমির ও জামায়াতে ইসলামী ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা বদরুজ্জামান। বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ আবু ইউসুফ, সহকারী সেক্রেটারি মহসিন আলম সুজন, পৌর জামায়াতের সভাপতি আব্দুর নূর, সেক্রেটারি মাজহারুল হক, পৌর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর বায়তুলমাল সম্পাদক হাফেজ আইয়ুব আলী, জামায়াতে ইসলামীর নেতা শামীম খান পাঠান, হাবিবুর রহমান, অধ্যাপক রফিকুল ইসলাম সিরাজুল ইসলাম, পৌর শ্রমিক কল্যাণ সভাপতি আজিজুল হাকিম, পৌর যুব বিভাগের সভাপতি মো. মোখলেছুর রহমান প্রমূখ