জামালপুরের রশিদপুর ইউনিয়নের এক বাকপ্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টাকিরর বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। বুধবার ৭ (জানুয়ারি) দুপুরে শংকরপুরে মোড়ে একজোট হয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে।
ভিকটিমের পরিবার জানান, জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের জনৈক ব্যক্তি বাকপ্রতিন্ধী কন্যাকে বাড়ীতে রেখে তার বাবা মহল্লার মসজিদে সভা শুনতে যায়। গত শুক্রবার ২জানুয়ারি মা হারা ডিভোর্সি ওই বাকপ্রতিবন্ধী বাড়িতে একা থাকার সুবাদে একই গ্রামের আ. রহিম ওরফে রহিমুদ্দিনের ছেলে সুরুজ্জামান ঘরে ঢুকে ভিকটিমকে ধর্ষনের চেষ্টা চালায়। এরই মধ্যে ভিকটিমের বাবা বাড়ি এসে এ ঘটনা দেখে ফেলে। এ সময় সুরুজ্জামান দৌড়ে দ্রুত পালিয়ে যায়। এই ঘটনা জানাজানি হলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠেন। এমন পরিস্থিতিতে সুরুজ্জামান ও তার পরিবারের লোকজন গাঢাকা দেয়। এমন পরিস্থিতিতে বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা শংকর মোড়ে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন করে তারা সুরুজ্জামানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।