ছবির ক্যাপশন:  
                            
                            টাঙ্গাইলের এলেঙ্গায় বাসতল্লাসি করে তিন গাঁজা ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র্যাব ১৪ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি) তিনের সদস্যরা। মঙ্গলবার ভোররাতে লালমনিরহাটের কালিগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাস তল্লাশী করে সাড়ে ১০ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। সিপিসির কোম্পানি কমান্ডার মেজর কাওছার বাঁধন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার রহিম বাদশা ওরফে আব্দুর রহিম (২৮) ও সাইফুল ইসলাম এবং নীলফামারী জেলার নীলফামারী সদর থানার ময়নুল হক (৩৭)।
র্যাব জানায়, মাদক ব্যবসায়িরা লালমনির হাটের কালিগঞ্জ থেকে ঢাকার জামগড়া এলাকায় মাদকদ্রব্য গাঁজা পৌঁছে দেওয়ার জন্য যাত্রা করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সিপিসি তিনের আভিযানিক দল যমুনা সেতু এলাকা থেকে ফলো করে কালিহাতী উপজেলার এলেঙ্গার বন্ধু ফল ভান্ডারের সামনে বাস তল্লাশী করে। এ সময় তাদের কাছে থাকা ৩লাখ ১৫ হাজার টাকা মূল্যের সাড়ে দশ কেজি গাঁজা ও নগদ আট হাজার ৮শ টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে আলামতসহ কালিহাতী থানায় সোপর্দ করা হয়েছে।