ঢাকা | 18 January 2026

চলন্ত বাসে গৃহবধূ ধর্ষন ॥ দোষ স্বীকার করলেন চালক সহযোগি

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jan 17, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে বাসে গৃহবধূকে ধর্ষনের কথা স্বীকার করেছেন গ্রেপ্তারকৃত বাস চালক আলতাফ ও তাঁর সহকারী রাব্বি। টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে শুক্রবার সন্ধ্যায় তাদের জবানবন্দি নেয়ার পরে ওই দুইজনসহ গ্রেপ্তারকৃত তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমেলিয়া সিরাজাম।
এর আগে বৃহস্পতিবার রাতে ধর্ষনের শিকার ওই গৃহবধূ নিজে বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। 
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক (অপারেশন) ভিক্টর ব্যানার্জী জানান, গ্রেপ্তারকৃত বাস চালক আলতাফ (২৫) ও তার সহযোগী মো. রাব্বি (২১) জিজ্ঞাসাবাদের সময় তাদের বাসের যাত্রী গৃহবধূকে ধর্ষনের কথা স্বীকার করেন। পরে তারা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিতে সম্মতি দেন। গ্রেপ্তারকৃত বাস চালকের আরেক সহযোগী সাগর (২৪) ঘটনার সময় বাসে থাকলেও তিনি ধর্ষন করেননি বলে জানান। 
শুক্রবার বিকেলে চালক আলতাফ ও সহযোগী রাব্বিকে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমেলিয়া সিরাজাম তাদের জবানবন্দি লিপিবদ্ধ করেন। জবানবন্দি গ্রহণ শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

তদন্তকারী কর্মকর্তা আরও জানান, ধর্ষনের শিকার গৃহবধূর ডাক্তারি পরীক্ষা শুক্রবার হয়েছে। তাকে চিকিৎসকরা  টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রেখেছেন।
প্রসঙ্গত, বুধবার রাত পৌনে ১২টার দিকে ওই তরুণী সাভারের রেডিও কলোনী এলাকা থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো- খ- ১২-২৬৩৫) উঠেন। ওই সময় বাসে আরো দুই জন যাত্রী ছিলেন। কিছুদূর যাওয়ার পর ওই দুই যাত্রী নেমে যান। এ সময় একা পেয়ে ওই গৃহবধূকে চালক আলতাফ ও চালকের সহযোগী রাব্বি জোরপূর্বক ধর্ষণ করেন। সাভার, আশুলিয়া, চন্দ্রা এলাকায় সারা রাত বিভিন্ন সড়কে বাস নিয়ে ঘোরাঘুরি করে। গৃহবধূকে ধর্ষনের দৃশ্য মোবাইলে ধারণ করেন। চিৎকার করলে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুকিও দেয়।
বাসটি বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের দিকে এসে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঘুরাফিরা করতে থাকে। দুপুর সোয়া ১২টার দিকে মহাসড়কের করটিয়া বাইপাস সড়কের আন্ডারপাস এলাকায় বাসটি থামে। এ সময় হাইওয়ে পুলিশের টহল দল বাসটির কাছে যায়। তখন গৃহবধূ পুলিশের কাছে ধর্ষণের বিষয়টি বলেন। হাইওয়ে পুলিশ চালক ও দুই সহযোগীকে আটক করে টাঙ্গাইল সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ