১৬ জানুয়ারি, শুক্রবার ছায়ানীড় পল্লীতে ভাষা কর্মশালা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার গোলাম নবী। বিশেষ অতিথি ছিলেন গবেষক ও ছায়ানীড়ের উপদেষ্টা প্রফেসর ড. কামরুল ইসলাম খান, বিশিষ্ট শিক্ষানুরাগী মো. আব্দুল লতিফ তালুকদার। সন্তোষ ইসলামী বিশ^বিদ্যালয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন আখতারের সভাপতিতে মঞ্চে আরও উপবিষ্ট ছিলেন শিক্ষক ও লেখক শেফালী দাস। মূল আলোচনা করেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান। ভাষা কর্মশালায় সন্তোষ ইসলামী বিশ^বিদ্যালয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দের হাতে বই পুরস্কার দেয়া হয়। ভাষা কর্মশালায় আরও আলোচনা করেন ছায়ানীড়ের প্রশাসনিক পরিচালক শাহানাজ রহমান। ভাষার সৌন্দর্য ও মাধুর্য নিয়ে কথা বলেন সাহিদা খান বর্ষা।