ঢাকা | 04 November 2025

জুলাই বিপ্লব আন্দোলনে মহিলা দলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল -------------আফরোজা আব্বাস

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 22, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 


জুলাই বিপ্লব আন্দোলনে মহিলা দলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। পলাতক ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতন আন্দোলনে এমন কোন দিন ছিল না যে মহিলা দলের কর্মীরা মাঠে-ঘাটে ছিল না। রোববার দুপুরে মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ছাত্র-জনতা আন্দোলনে  বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের সাথে রাজপথের আন্দোলনে সক্রিয় ভুমিকা ছিল মহিলা দলের। আফরোজা আব্বাস বলেন, আগামীতে নির্বাচন বা দেশের যে কোন প্রয়োজনে ভুমিকা রাখতে মহিলা দল প্রস্তুত রয়েছে।

আলোচনা সভায় বিএনপির ভাইস-চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম  খান বলেন,  তারেক রহমান দেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরাও তাকে অভ্যর্থনা জানাতে  প্রস্তুত হচ্ছি। তিনি বলেন কতিপয় রাজনৈতিক দল পিআর এর কথা বলে মাঠে নামছে। এটা তাদের দ্বিচারিতা।


মহিলা দলের সভাপতি নীলুফা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ । অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন টাঙ্গাইল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট রক্সি মেহেদি ও জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সুলতান বিলকিস লতা । 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ