ঢাকা | 18 January 2026

শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে ঘাটাইলের গর্বে পরিণত বাসুদেব পাল

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Jan 17, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

২০২৬ সালে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) হিসেবে নির্বাচিত হয়ে ঘাটাইলের শিক্ষা অঙ্গনে গর্ব ও আনন্দের নতুন অধ্যায় রচনা করেছেন ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ইংরেজি) বাসুদেব পাল। এই অর্জন শুধু একটি ব্যক্তিগত সাফল্য নয়, বরং শিক্ষকতা পেশার মহানত্ব ও মর্যাদার উজ্জ্বল দৃষ্টান্ত। দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, সততা, অধ্যবসায় ও শিক্ষার্থীদের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার যে উদাহরণ তিনি সৃষ্টি করেছেন, তারই স্বীকৃতি হিসেবে তাকে এই মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত করা হয়েছে। শিক্ষক বাসুদেব পাল দৃঢভাবে বিশ্বাস করেন, শিক্ষকতা একটি মহান ব্রত, যেখানে একজন মানুষ নিজের জ্ঞান, শ্রম ও সময় উৎসর্গ করে ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করেন। তার মতে, একজন দক্ষ শিক্ষকই পারে একটি জাতির ভিত শক্ত করতে এবং সেই বিশ্বাস থেকেই তিনি আজও প্রতিদিন শ্রেণিকক্ষে নতুন উদ্যমে দাঁড়ান। বর্তমানে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ নূরুজ্জামান, যিনি বাসুদেব পালের এই সাফল্যকে বিদ্যালয় ও পুরো উপজেলার জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেছেন। পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাসুদেব পাল বর্তমানে সরকারি এম এম আলী কলেজ, টাঙ্গাইল থেকে সার্টিফিকেট কোর্স ইন ইংলিশের একক (৬০০ নম্বর) কোর্সে ডিগ্রি অর্জন করেছেন, যা প্রমাণ করে তিনি আজও শেখার পথে অবিচল। তিনি মনে করেন, একজন শিক্ষক যত বেশি নিজেকে সমৃদ্ধ করবেন, শিক্ষার্থীরা তত বেশি উপকৃত হবে। ব্যক্তিগত জীবনে বাসুদেব পাল বলরাম পাল ও বেলী রানী পালের বড় সন্তান। তার স্থায়ী ঠিকানা টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ডুবাইল গ্রামে এবং বর্তমানে তিনি ঘাটাইলের শান্তিনগরে বসবাস করছেন। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক। একজন দায়িত্বশীল শিক্ষক হিসেবে যেমন তিনি সফল, তেমনি একজন আদর্শ পারিবারিক মানুষ হিসেবেও তিনি অনুকরণীয়। শিক্ষাজীবনের শুরু থেকেই তিনি মেধা ও অধ্যবসায়ের স্বাক্ষর রেখে চলেছেন। সুতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি মানবিক বিভাগ থেকে প্রথম বিভাগ স্টারমার্ক এবং সরকারি আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ থেকে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। একই প্রতিষ্ঠান থেকে তিনি বিএ ও এমএ ডিগ্রি অর্জন করেন, যা তার একাডেমিক উৎকর্ষতার প্রমাণ। শিক্ষকতা পেশাকে আরও দক্ষ ও আধুনিক করতে তিনি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ময়মনসিংহ থেকে বিএড ও এমএড ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি বাংলাদেশ সংস্কৃত ও পালি শিক্ষাবোর্ড থেকে কার্বতীর্থ উপাধি লাভ করেন এবং এফ এম মেথড টাঙ্গাইল থেকে ছয় মাস মেয়াদি স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন করেন। এসব অর্জন তার বহুমুখী জ্ঞান ও ভাষাগত দক্ষতাকে আরও সমৃদ্ধ করেছে। শ্রেণিকক্ষে তিনি একজন দক্ষ ও মানবিক শিক্ষক হিসেবে সুপরিচিত, যিনি সহজ ভাষায় কঠিন বিষয় উপস্থাপন করতে সক্ষম এবং প্রতিটি শিক্ষার্থীর ভেতরের সম্ভাবনাকে খুঁজে বের করতে আন্তরিক। তার কাছে শিক্ষা মানে শুধু পরীক্ষায় ভালো ফল নয়, বরং একজন শিক্ষার্থীর চরিত্র গঠন, আত্মবিশ্বাস সৃষ্টি ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা। তার হাতে গড়া শিক্ষার্থীরাই আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে সুনামের সাথে নিজেদের প্রতিষ্ঠিত করছে। শিক্ষক বাসুদেব পাল প্রমাণ করেছেন, শিক্ষকতা পেশা সত্যিই মহান, কারণ একজন আদর্শ শিক্ষকের হাত ধরেই আগামীর প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হয়ে একটি আলোকিত বাংলাদেশের পথে এগিয়ে যায়।তার এই সফলতা তিনি পরলোকগমনকারী বাবাকে উৎসর্গ করেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ