টাঙ্গাইল সদর-৫ আসনের আগামী দিনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে টাঙ্গাইল পৌর এলাকার ২ নং ওয়ার্ড এনায়েতপুরে বিএনপি নেতা ফরজ এর বাড়িতে ভোটারদের সাথে মতবিনিময় ও ৩১ দফা নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৩১ আগস্ট) দুপুরে ৩টি ওয়ার্ডের মহিলাদলের আয়োজনে এ নির্বাচনী আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় শহর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শামসুর রহমান চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক ও নিপীড়িত নারী শিশু টাঙ্গাইল জেলার সমন্বয়কারী এডভোকেট মমতাজ করিম, শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহীন আকন্দ, জেলা ছাত্রদলের সদস্য মিয়া মোহাম্মদ আজাদ। উপস্থিত ছিলেন মহিলাদল নেত্রী শাহনাজ পারভীন, নাসরিন আজাদ, সোনিয়া হামজা, এলি আক্তার, কোহিনুর বেগম, আশা আক্তার প্রমুখ। বৈঠক শেষে পাড়া মহল্লায় ঘুরে ঘুরে টুকুর জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করেন নেত্রীরা।