বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে
টাঙ্গাইল সদর-৫ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে শহরে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এ লিফলেট বিতরণ করা হয়। এতে নারী পুরুষের পাশাপাশি নতুন ভোটাররাও অংশ নেয়। শহরের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে লিফলেট বিতরণের একটি মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী শফিকুর রহমান লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী। উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাদেকুল আলম খোকা, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাসেদুল আলম রাশেদ, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট আজিমুদ্দিন বিপ্লব, জেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান খান শফিক, জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক এ কে এম মনিরুল হক মনির, জাহিদ হোসেন মালা, ইথেন, আব্দুল্লাহ আল কাফি সাহেদসহ সদর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।