টাঙ্গাইল শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন ও ফুটপাথ দখল মুক্ত করতে নবাগত পৌর প্রশাসক (ডিডিএলজি) মাহফুজুল আলম মাসুম অভিযান শুরু করছেন। স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ও নাগরিক অধিকার সুরক্ষা কমিটির নেতৃবৃন্দ 'সহ পৌরসভার স্টাফদের সাথে নিয়ে ৮ জানুয়ারি সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত শহরের বেবি স্ট্যান্ড কান্দাপাড়া মোড় থেকে পার্ক বাজার হয়ে বটতলা পর্যন্ত রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করেন। এরপর তার আহবানে টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নওশাদ আলম রাস্তার দুই পাশে ফুটপাতের অবৈধ স্থাপনা ও রাস্তার উপর নির্মাণ সামগ্রী রাখার জন্য তিনটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা আর্থিক দন্ড প্রদান করেন। সেই সাথে ফুটপাত দখল মুক্ত রাখতে সকলকে সচেতন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের নবাগত পৌর প্রশাসক (ডিডিএলজি) মাহফুজুল আলম মাসুম, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ আনিসুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নওশাদ আলম, নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ রাজ্য, যুগ্ম সম্পাদক মেহেদী সাজু, মানবাধিকার সংস্থা 'হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি' টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল), বিডি ক্লিনের সদস্য মাহাদিয়া হাসান, ফয়সাল, সিয়াম, সিয়াম আলদিন, রাশেদুল, মামুন, লিজা, বর্ষা, অনামিকা ও সমাজের বিভিন্ন পর্যায়ের সুধীজন। টাঙ্গাইল শহরের পরিবেশ ও পরিচ্ছন্নতা বিষয়ক কার্যক্রম, শহরের উন্নয়নমূলক বিভিন্ন দিক এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন কর্মকর্তাগণ। স্বেচ্ছাসেবীগণ বলেন সুচিন্তিত পরামর্শ, দিকনির্দেশনা এবং ইতিবাচক অনুপ্রেরণা আমাদের পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন পূরণের পথে বিশেষ পাথেয় হয়ে থাকবে।
বিডি ক্লিন টাঙ্গাইলের সদস্যগণ বলেন, পৌর কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই। সেই সাথে আশা রাখছি, ভবিষ্যতেও যৌথভাবে তাদের সহযোগিতা ও নির্দেশনায় টাঙ্গাইল টিম আরও কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে।