ঢাকা | 12 September 2025

কালিহাতীতে সাম্যের পথের উদ্যোগে ডাস্টবিন বিতরণ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 9, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

 টাঙ্গাইলের  কালিহাতীতে সাম্যের পথের উদ্যোগে মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয় ও হসপিটালে পরিবেশ পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে ডাস্টবিন বিতরণ করা হয়েছে।

  গত  ৮ সেপ্টেম্বর  সোমবার সাম্যের পথের প্রতিষ্ঠাতা ও ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো’র সার্বিক সহযোগিতায় ১১ টি ডাস্টবিন দেওয়া হয়েছে। সাম্যের পথের প্রতিষ্ঠাতা বেনজীর আহমেদ টিটো বলেন, আমরা নিজেদের যত্ন করি, ঘর বাড়ি যত্ন করি, তেমনি স্কুল যত্ন করতে হবে, এরপর পাড়া  মহল্লার যত্ন করব। তোমারা ময়লা আবর্জনা, ময়লা কাগজপত্র এই ডাস্টবিনে ফেলবা। 

এ সময় সামাজিক পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরি নিয়ে দিকনির্দেশনা কথা বলেন।

এ সময় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, কালিহাতী পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সিদ্দিকী, সাম্যের পথের সাধারণ সম্পাদক মালিহা, কোষাধ্যক্ষ সামি রহমান, তথ্য ও প্রচার সম্পাদক মো. রবিউল হাসান , সংস্কৃতিক বিষয়ক সম্পাদক জান্নাত, মহিলা বিষয়ক সম্পাদক আশা আক্তার, সদস্য সুরভী,লিমন হাসান, আসিফ,সাথী,কণিকা,সুবর্ণা,মাহিম প্রমুখ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ