ঢাকা | 15 January 2026

মধুপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 14, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইলের মধুপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভার মধ্য দিয়ে মধুপুর উপজেলা প্রশাসন।

রবিবার  (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসুচি পালন করা হয়েছে । বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের সকল কর্মকর্তা, শিক্ষক, সুধিজন ও গণমাধ্যমকর্মীসহ উপজেলা পরিষদ চত্বরে সমবেত হন। 
শহীদের প্রতি শোক র‌্যালি নিয়ে বংশাই নদীর তীরে শহীদ মিনারায় পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। পরে উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময়  মধুপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা  জুবায়ের হোসেন এ সভাপতিত্বে  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) নঈম উদ্দীন , মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  জাফর ইকবাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান, কৃষি কর্মকর্তা-রকিব আল রানা, , সমাজসেবা অফিসার  মোস্তফা হোসাইন প্রকল্প অফিসার রাজিব আল রানা , প্রাণী সম্পদ অফিসার মনিরুজ্জামান,  বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর হিসাবরক্ষক অফিসার মনিরুজ্জামান মনি প্রমূখ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ