টাঙ্গাইলের আল ইয়াসা ইনান ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ে ফাইনালে ময়মনসিংহের চ্যাম্পিয়ন জিদকে হারিয়ে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে।
১৬ অক্টোবর(বৃহস্পতিবার) ময়মনসিংহ গভমেন্ট ল্যাবরেটরী হাই স্কুলে বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৬টি জেলার চ্যাম্পিয়ন দাবারু অংশগ্রহন করে।
“ক” গ্রুপে টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও জামালপুর এবং “খ” গ্রুপে ময়মনসিংহ, শেরপুর এবং নেত্রকোনার জেলার চ্যাম্পিয়ন দাবারু অংশগ্রহন করে।
“ক” গ্রুপে টাঙ্গাইল জেলার পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর প্রথম স্থান অর্জনকারী আল ইয়াসা ইনান এবং ময়মনসিংহ জেলার জিদ দুই গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে অংশগ্রহন করে। ফাইনালে ময়মনসিংহ জেলার জিদকে (২-০) সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ময়মনসিংহ এর সচিব প্রফেসর মোহাম্মদ শফিউদ্দিন শেখ প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন।
টাঙ্গাইল সদরের ঘারিন্দা ইউনিয়নের বাসিন্দা বাসাইল রওশন আলী ডিগ্রি কলেজ সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন ও প্রাইমারী স্কুলের শিক্ষক আবিদা সুলতানার ছেলে আল ইয়াসা ইনান ২২ অক্টোবর জাতীয় পর্যায়ে ঢাকায় সারাদেশের ৮টি আঞ্চলিক চ্যাম্পিয়ন সাথে প্রতিদ্বন্দিতা করবে।
উল্লেখ্য আল ইয়াসা ইনান ইতিপূর্বে শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বোসন বিজ্ঞান সংঘ কর্তৃক আয়োজিত স্যার জগদীপচন্দ্র বসু গণিত অলিম্পিয়াডে গনিত এবং দাবা খেলায় টাঙ্গাইল জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।