এসআলম গ্রুপের তত্ত্বাবধানে থাকাবস্থায় ইসলামী ব্যাংকে নিয়োগপ্রাপ্তদের ছাটাইয়ের দাবিতে মানববন্ধন হয়েছে মধুপুরে। বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের উদ্যোগে সোমবার সকালে ইসলামী ব্যাংক মধুপুর শাখার সামনে তারা এই মানববন্দন করেন।
ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, আল আমিন, ব্যবসায়ি জহিরুল ইসলাম, সালমান আহাম্মেদ মিলন প্রমূখ।
বক্তারা দাবি করেন, অবৈধভাবে এসআলম গ্রুপ অসংখ্য অযোগ্য ব্যক্তিদের ইসলামী ব্যাংকে নিয়োগ দিয়েছে। অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ওই সকল ব্যক্তিদের চাকুরি থেকে অবিলম্বে ছাটাই করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসুচি দেওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।