ঢাকা | 15 January 2026

টাঙ্গাইলে আইন-শৃঙ্খলা বৈঠকে সংসদ নির্বাচনও গণভোট বিষয়ে গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jan 12, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা ম্যাজিস্ট্রেট, টাঙ্গাইল। সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, টাঙ্গাইল, বাংলাদেশ সেনাবাহিনী-এর সদস্যবৃন্দ, র‍্যাব, বিজিবি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা আনসার কমান্ডান্ট, টাঙ্গাইল এবং জেলার ১২টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ।
সভায় নির্বাচনী সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটকেন্দ্রের নিরাপত্তা, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সমন্বিত কার্যক্রম, দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা এবং যেকোনো অনিয়ম প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকালীন সময়ে জেলার সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকল আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ