টাঙ্গাইলের মধুপুরে বিএনপি নেতা মোহাম্মদ আলীর মনোনয়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির একাংশ। বিএনপি নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলটি মধুপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের আগে মধুপুর অডিটোরিয়ামে একটি সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তব্য দেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য টাঙ্গাইল১ মধুপুর ধনবাড়ি আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ আলী। এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা মোঃ আনোয়ার হোসেন, জয়নাল আবেদীন বাবলু, আব্দুল লতিফ পান্না, আসাদুজ্জামান সরকার, মধুপুর শিল্প ও বনিক সমিতির সাধারণ সম্পাদক মিঞ্জুর রহমান নান্নু, আব্দুল মান্নান প্রমুখ।
বক্তারা সকলেই টাঙ্গাইল ১ মধুপুর ধনবাড়ি আসনের মনোনয়ন পুনর্বিবেচনা করে মোহাম্মদ আলীকে মনোনয়ন দেওয়ার দাবি তোলেন।