বিএনপির চেয়ারপার্সন তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক টাঙ্গাইল সদর-৫ এর ধানের শীষের এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিমের উদ্যোগে টাঙ্গাইল পৌরসভার ১নং ওয়ার্ডের দেওলা মিল্ক ভিটা এলাকায় দুই শতাধিক শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার ১নং সাবেক ওয়ার্ড কাউন্সিলর মমিনুল হক নিক্সন, মহিলা দলের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শাহনাজ পারভীন, সোনিয়া হামজা, হাওয়া বেগম, খাদিজা আক্তার ইমু, এলি আক্তার, স্বর্ণা আক্তার, আশা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।