ঢাকা | 12 September 2025

সখীপুরে কয়েলের আগুনে ভস্ম কৃষকের ৫ গরু

Deleted, Deleted
নিউজ প্রকাশের তারিখ :Aug 11, 2025 ইং
ছবির ক্যাপশন: কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে কৃষক শাহ আলমের পাঁচটি গরু পুড়ে গেছে। ছবির ক্যাপশন: কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে কৃষক শাহ আলমের পাঁচটি গরু পুড়ে গেছে।
ad728


সখীপুর  প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে কয়েলের আগুনে এক কৃষকের পাঁচটি গরু পুড়ে মারা গেছে। আজ সোমবার ভোররাতে উপজেলার আড়াইপাড়া বেগবাড়ি পল্টনপাড় এলাকার কৃষক শাহ আলমের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা দাবি করেন অগ্নিকাণ্ডে ওই কৃষকের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঋণের দায়ে জর্জরিত ওই কৃষক এখন নিঃস্ব প্রায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হাবিবুর রহমান অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক শাহ আলমের ছয়টি গরু ছিল। রোববার গভীর রাতে গরুগুলোকে মশার উপদ্রব থেকে বাঁচাতে গোয়ালে কয়েল জ্বালিয়ে দেন শাহ আলম। রাতের কোনো একসময় ওই কয়েল থেকে গোয়ালের একপাশে রাখা তুলার স্তুপে (গরুর কৃত্রিম খাবার) আগুন ধরে যায়। ফলে আগুন দ্রুত গোয়ালে ছড়িয়ে পড়ে পাঁচটি গরু পুড়ে ভস্ম হয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে একটি গরু জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

কৃষক শাহ আলম কান্নাজড়িত কণ্ঠে বলেন, কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক থেকে ঋণ করে সংসারে স্বচ্ছলতা আনতে আমি ছোট করে গরুর ফার্ম করেছিলাম। আগুনে আমার সব শেষ করে দিয়েছে। আমি এখন একপ্রকার নিঃস্ব হয়ে গেলাম।




কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ