থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজাদ সিদ্দিকীসহ ও তার কন্যাকে আটকে দেওয়া হয়েছে। সেখানে জিজ্ঞাসাবদের পরে তাঁকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে। তিনি মেয়ের চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাচ্ছিলেন বলে জানা গেছে।
সূত্র জানায়, এসএম সিদ্দিকী একটি এয়ারলাইন্সে সকাল ১০টার ফ্লাইটে আজাদ সিদ্দিকী ও তার কন্যা ব্যাংকক যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এলে ইমিগ্রেশনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন থেকে তাকে ফেরত পাঠানো হয়।
গত সপ্তাহে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘৭১ মঞ্চ’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম আয়োজিত গোল টেবিল বৈঠক থেকে আজাদ সিদ্দিকীর বড় ভাই সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকীকে আটক করা হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
আজাদ সিদ্দিকী সর্বশেষ টাঙ্গাইলের কালিহাতি উপজেলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি লতিফ সিদ্দিকী ও কাদের সিদ্দিকীর ছোট ভাই।