ঢাকা | 03 November 2025

দ্রুত বর্ধনশীল শিল্পাঞ্চল ভালুকার উন্নয়নে ৫০০ কোটি টাকার মাস্টার প্ল্যানের উদ্যোগ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 1, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

রাজধানীর উত্তরে দেশের অন্যতম বৃহৎ দ্রুত বর্ধনশীল শিল্পাঞ্চল ময়মনসিংহের ভালুকা উপজেলার সার্বিক উন্নয়ন সংক্রান্ত মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১ নভেম্বর) ভালুকায় এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) এম এ আকমল হোসেন আজাদ।সভায় ভালুকা উপজেলার অবকাঠামো, শিল্প, পরিবেশ ও সামাজিক খাতের উন্নয়নের জন্য প্রায় ৫০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করা হয়।
উন্নয়ন পরিকল্পনায় উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে— ভালুকার ব্যস্ত সড়কে ৪টি ফুটওভার ব্রিজ নির্মাণ, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের রাস্তাগুলোর সঠিক ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ, এলজিইডির আইডিভুক্ত রাস্তা দ্রুত নির্মাণ ও সংস্কার, বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কার্যক্রম জোরদার করা, নষ্ট ও ক্ষতিগ্রস্ত এলজিইডি রাস্তার মেরামত, কর্মজীবী নারীদের আবাসন সমস্যা সমাধানে ‘কর্মজীবী নারী হোস্টেল’ নির্মাণ, সরকারি উদ্যোগে স্বাদু পানির মাছের হ্যাচারি ও গবেষণাগার (ল্যাব) নির্মাণ। 
সভায় বক্তারা বলেন, ভালুকা বাংলাদেশের দ্রুত বর্ধনশীল শিল্পাঞ্চলগুলোর একটি। এখানে হাজার হাজার শ্রমিক কর্মসংস্থানের সঙ্গে যুক্ত। তাই সুষম ও পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়নের মাধ্যমে ভালুকাকে আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই মাস্টার প্ল্যান প্রণয়ন করা এখন সময়ের উপযুক্ত দাবি। 

পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাস্টার প্ল্যান অনুযায়ী প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ভালুকা দেশের অন্যতম উন্নত শিল্প ও প্রশাসনিক অঞ্চলে পরিণত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভৌত অবকাঠামো বিভাগের যুগ্মপ্রধান মো: হায়দর আলী, উপপ্রধান দেবোত্তম সান্যাল ও প্রিয়াঙ্কা দত্ত, সওজ ময়মনসিংহ বিভাগের নির্বাহী প্রকৌশলী কেবিএম সাদ্দাম হোসেন, এলজিইডি  ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী সালমান রহমান রাসেল। 
 ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে সভায়  উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাগণ, সকল ইউনিয়নের প্রশাসক, ভালুকা পৌরসভার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।  

বিশেষজ্ঞরা অবশ্য কিছু চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেছেন। এর মধ্যে অবকাঠামো উন্নয়ন, জ্বালানি নিশ্চিতকরণ এবং পরিবেশগত প্রভাব মূল্যায়ন প্রধান। এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠলে ভালুকাকে একটি পূর্ণাঙ্গ উন্নত শিল্প ও প্রশাসনিক অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে।

ভালুকার স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা এই উন্নয়ন পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। স্থানীয় ব্যবসায়ী নেতা আলমগীর হোসেন বলেন, "মাস্টার প্ল্যান বাস্তবায়ন হলে ভালুকা শুধু ময়মনসিংহ নয়, সারাদেশের জন্য একটি মডেল উন্নয়ন অঞ্চলে পরিণত হবে।"


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ