স্টাফ রিপোর্টার:
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতনে জড়িতদের দ্রুত বিচারের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে টাঙ্গাইলের ধনবাড়ী প্রেসক্লাবের কর্মরত প্রিন্ট ও ইলেকটনিক মিডিয়ার সাংবাদিকরা।
রবিবার(১০ আগষ্ট) ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কের ধনবাড়ী বাসস্ট্যান্ডে ধনবাড়ী প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে দুপুরে ঘন্টাব্যাপী এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান, সহ সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু, সাংবাদিক লিখন হোসেন, পলাশ ইসলাম, সোহাগ হোসেন, লিটন মিয়া ও আমির হোসেন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা দেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত সহ তুহিন হত্যাকান্ডে গ্রেপ্তারদের দৃষ্টান্ত মূলক শাস্তির জন্য বিশেষ ট্রাইবুনালে দ্রুত বিচারের দাবী করে ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তা, সাধারণ সদস্য ও উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।