ঢাকা | 15 January 2026

ভালুকা প্রেসক্লাবে নির্বাচনে সভাপতি মাইন উদ্দিন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jan 13, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ।। উৎসব মুখর পরিবেশে ভালুকা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রেসক্লাবের মিলনায়তনে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রেসক্লাবের মোট ৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

নির্বাচনে সভাপতি পদে মো. মাইন উদ্দিন( দৈনিক সপ্ত মহাদেশ) সহ -সভাপতি মো. আতাউর রহমান তরফদার( দৈনিক সংবাদ) সহ-সভাপতি এম. এ সামাদ মিয়া (দৈনিক সবুজ), সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন (আমার দেশ, এনটিভি) যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর সাজু (আজকের পত্রিকা) কোষাধ্যক্ষ আসাদুজ্জামান ফজলু (দৈনিক নয়াদিগন্ত) , ক্রীড়া সম্পাদক মো. মোবাশ্যারুল ইসলাম সবুজ (দিগন্ত বার্তা) সাহিত্য সম্পাদক মো. আসাদুজ্জামান সুমন (বাংলাদেশ প্রতিদিন, এটিএন নিউজ, বিনা প্রতিদ্বন্দ্বিতায়) দপ্তর সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন তরফদার (এটিএন বাংলা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

এ ছাড়াও কার্যকরী সদস্য পদে কামরুল হাসান পাঠান কামাল, (ইনকিলাব) মো. কামরুজ্জামান মানিক (ইত্তেফাক) , কামরুল এহসান চন্দন (জনকণ্ঠ) , মো. শাহাব উদ্দিন (দৈনিক গণমুখ) নির্বাচিত হয়েছেন।

 নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন ভালুকা প্রেসক্লাব সদস্য এম এ মালেক খান উজ্জ্বল, রফিকুল ইসলাম হীরন ও রতন রায় সার্বিক দায়িত্ব পালন করেন।

ভোটগ্রহণ শেষে ভোট গণনার মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়। প্রেসক্লাবের সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন, নবনির্বাচিত নেতৃত্ব সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা ও প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ