টাঙ্গাইলের মধুপুরের একটি ব্রেড ফ্যাক্টরি ও নিম্নমানের মশলা উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মধুপুরের সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়ার আদালত ১৮ আগস্ট সোমবার ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
জানা যায়, মধুপুরের লাউফুলা এলাকায় ব্রেড ফ্যাক্টরিতে অভিযানকালে নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের অভিযোগে ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে মোটেরবাজার এলাকায় একটি মশলা মিলে অভিযানকালে নিম্নমানের উপকরণ দিয়ে মশলার গুড়া তৈরি করা এবং শুকাতে দেওয়া মরিচসহ অন্যান্য উপকরণের পাশ দিয়ে ইতরপ্রাণির চলাফেরা করায় ওই মিল মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে বেকারিকে দশ হাজার ও মশলা মিলকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টটি পরিচালনাকালে সহযোগিতায় ছিলেন মধুপুর সেনাক্যাম্পের একটি দল।