ঢাকা | 12 September 2025

মধুপুরে জুলাই গনঅভ্যুত্থানে শহীদ লাল মিয়ার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ

Deleted, Deleted
নিউজ প্রকাশের তারিখ :Aug 5, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728


মধুপুর  প্রতিনিধি :

জুলাই ২৪ গনঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে গনঅভ্যুত্থানে মধুপুরের একমাত্র শহীদ গোলাবাড়ীর  শহিদ লাল মিয়ার কবরে মধুপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার ৫ আগস্ট  সকাল কবর জিয়ারত,   পুস্তুস্তক অর্পণ ও মোনাজাত  করা হয়উক্ত কবর জিয়ারত অনুষ্ঠানে,উপস্থিত ছিলেন,মধুপুর উপজেলা নির্বাহী অফিসার’ মো.জোবায়ের হোসেন, মধুপুর থানা অফিসার ইনচার্জ এমরানুল কবির, গোলাবাড়ি ইউপি প্রশাসক শিমুল, গোলাবাড়ি ইউনিয়নের জামায়াতের সেক্রেটারী  নজরুল ইসলাম, জুলাই যোদ্ধা জিহাদ হাসান জিম, ইউপি সদস্য, আঃ মোমেন, আ: গফুর মাস্টার, গণমাধ্যম কর্মী ও সুধীজন।  ।এ সময় শহীদ লাল মিয়ার  দেশ প্রেম ও আত্মত্যাগের কথা স্মরণ করে তার রুহের মাগফেরাত কামনা করে  মোনাজাত ও কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ