টাঙ্গাইলের মধুপুরে বিএনপি'র আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ২৫ অক্টোবর শনিবার সকালে মধুপুর পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি'র আয়োজনে মালাউড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
মহিলাদের মাঝে  বিএনপি'র ৩১দফা তুলে ধরে তাদেরকে বিএনপি'র পক্ষে কাজ করার আহবান জানিয়ে এ সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী  ফোরামের যুগ্মমহাসচিব ও টাঙ্গাইল-১ আসন থেকে বিএনপি'র  মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মোহাম্মদ আলী। 
উপজেলা শ্রমিক সিনিয়র সহসভাপতি মো. সোলায়মান হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না,উপজেলা বিএনপি'র সাবেক সদস্য আনোয়ার হোসেন, সরকার আসাদুজ্জামান আসাদ   প্রমূখ। 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর যুবদলের সাবেক আহবায়ক মিনজুর রহমান তালুকদার নান্নু।
এ সময়  পৌরসভার  সকল ওয়ার্ডের মহিলারাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।