ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার সকালে শুরু হওয়া শুনানিতে তাঁর মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেন ইসি। মামলার তথ্য সংক্রান্ত জটিলতায় মনোনয়নপত্র বাতিল হওয়ায় নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন।
বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি'র সাবেক আহবায়ক ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটনের প্রার্থিতা পুনরুদ্ধার হওয়ায় নির্বাচনী এলাকায় বইছে আনন্দের জোয়ার। এ সিদ্ধান্তের পর থেকেই ত্রিশালজুড়ে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের মধ্যে উল্লাস ও উদ্দীপনা দেখা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন ফিরে পাওয়ার খবরে নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও সমাবেশের মাধ্যমে প্রতিক্রিয়া জানান। তারা মনে করছেন, এই সিদ্ধান্তে আসনের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে এবং ভোটারদের কাছে বিএনপির পক্ষে আরো জোরালো প্রচারণা চালানো সম্ভব হবে।
ডা. মাহবুবুর রহমান লিটন এক প্রতিক্রিয়ায় বলেন, “ন্যায়বিচারের পক্ষে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে আমি কৃতজ্ঞ। ত্রিশালের মানুষের অধিকার ও উন্নয়নের পক্ষে কাজ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে থেকে ভোটারদের কাছে আমাদের বার্তা পৌঁছে দেব।”
বিএনপির স্থানীয় নেতারা জানান, মনোনয়ন পুনরুদ্ধারের ফলে কর্মীদের মনোবল আরো বেড়েছে। তারা ঐক্যবদ্ধভাবে প্রচার-প্রচারণা জোরদার করার প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলে দাবি করেন তারা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডা. লিটনের মনোনয়ন পুনরুদ্ধার ময়মনসিংহ-৭ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে আরও প্রাণবন্ত করবে এবং ভোটের মাঠে নতুন গতি সঞ্চার করবে।