ঢাকা | 12 September 2025

সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় বক্তব্য কালে অসুস্থ বঙ্গবীর কাদের সিদ্দিকী

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 6, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইলের সখীপুরে দলীয় বর্ধিত সভায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম)। গতকাল শনিবার দুপুর ২টার দিকে সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের কার্যালয়ে বর্ধিত সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি ঢলে পড়েন। এ সময় উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব ও কাদের সিদ্দিকীর ব্যক্তিগত সহকারী ফরিদ আহমেদের কাঁধে ভর করে তিনি গাড়িতে ওঠেন। বর্তমানে তিনি সখীপুর পৌর শহরের বাসভবনে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। বিকেল সাড়ে ৩টার দিকে দলীয় একাধিক নেতাকর্মী সূত্রে জানা গেছে, বঙ্গবীর এখন কথা বলছেন, মোটামুটি সুস্থতা অনুভব করছেন। 

এর আগে দুপুর ১২টার দিকে সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভা শুরু হয়। এতে দলীয় নেতাকর্মীরা বক্তব্য দেন। যোহরের নামাজের বিরতির পর ২টা ২০ মিনিটে কাদের সিদ্দিকী (বীরউত্তম) বক্তব্য দিতে দাঁড়ান। দুই মিনিট কথা বলার পর তিনি বসে পড়েন। 

বক্তব্যে বীরউত্তম কাদের সিদ্দিকী বলেন, প্রিয় বন্ধুরা, আমি ২০২৪ সালের অভ্যুত্থানকে পুরোপুরিভাবে সমর্থন করি। কোটাবিরোধী আন্দোলন বা বৈষম্যবিরোধী আন্দোলনকে আমি এখনও সমর্থন করি। আমার কষ্ট তারা যদি ব্যর্থ হয়, তাহলে ভবিষ্যতে আবার যদি স্বৈরাচার তৈরি হয়, তাদেরকে আমরা মোকাবেলা করব কী করে। সেই জন্যে যারা বঙ্গবন্ধু ও হাসিনাকে এক করছেন তারা খুবই ভুল করছেন। 

তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, আমরা জয় বাংলার পক্ষে, আমরা বঙ্গবন্ধুর পক্ষে, আমরা স্বাধীনতার পক্ষে। আমরা স্বাধীনতার পক্ষে আন্দোলন করব। আমার খারাপ লাগছে সবাইকে ধন্যবাদ। গলা জড়ানো কণ্ঠে এসব কথা বলেই তিনি ঢলে পড়েন। 

স্থানীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব বলেন, অতিরিক্ত ঘেমে গিয়ে বঙ্গবীর অসুস্থ হয়ে পড়েছিলেন। বর্তমানে তিনি ভালো আছেন। 

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আতোয়ার রহমান বলেন, অতিরিক্ত ঘেমে বঙ্গবীর কাদের সিদ্দিকীর ঘাড় ব্যাথা ও দুর্বল হয়ে পড়েছিলেন। ব্লাড প্রেশার ভালো আছে। আমরা ইসিজি করিয়েছি, ওনার আগে থেকেই হার্টের ওষুধ খেতে হয়। ইসিজিতে একটু পরিবর্তন লক্ষ্য করেছি। তবে এখন ভালো আছেন, তিনি দুপুরের খাবারও খেয়েছেন। আরও একটু সুস্থতাবোধ করলে আমরা উনাকে ঢাকা নিয়ে যেতে পরামর্শ দিয়েছি। 

এর আগে বর্ধিত সভায় উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খানের সভাপতিত্বে গাজীপুর জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, টাঙ্গাইল জেলা কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক এটিএম সালেক হিটলু, সখীপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজীব, আশিক জাহাঙ্গীর, আলমগীর সিদ্দিকী, দুলাল হোসেনসহ কৃষক শ্রমিক জনতা লীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা বক্তব্য দেন। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ