ঢাকা | 04 November 2025

সখীপুরে কৃষি উপকরণ বিতরণ ও আলোচনা সভা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 18, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইলের সখীপুরে প্রশিক্ষিত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর একটার দিকে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের তালিমঘর এলাকার শতাধিক কৃষকের হাতে দেশি-বিদেশি জাতের ফলের চারা বিতরণ করা হয়। এর আগে কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ দেয় রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস)। 

কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব আওলাদ হোসেন সভাপতিত্ব করেন। এ সময় কিডনি বিশেষজ্ঞ প্রফেসর ডা. এম এ সামাদ, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আমীন শরীফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী, ওসি আবুল কালাম ভূঞা, ইউপি চেয়ারম্যান শাহজাহান খান রবিন, রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফর্মেশন প্রকল্পের (আরএমটিপি) কনসালটেন্ট প্রফেসর উজ্জ্বল কুমার নাথ, মিজানুর রহমান, প্রমুখ উপস্থিত ছিলেন। 

বৃক্ষরোপণ সবুজায়ন ও ফলের গাছ বিষয়ক আলোচনা শেষে প্রশিক্ষিত কৃষকদের মাঝে রামবুটান, পারসিমন, লঙ্গান, এভোকাডো, এরাবিকা কফি, কাজু বাদাম, চেরি ফল, ডুরিয়ান, সফেদা, শরিফা, আনার (পাকিস্তানী), মাঝেরী, জাম্বুরা, কঠবেল, আতা, মিস্টি তেতুল, মাল্টা, লাল পেয়ারা, ডালিমসহ বিভিন্ন জাতের উন্নতমানের দেশি-বিদেশী ফলের চারা গাছ বিতরণ করা হয়। 

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ডা. এম এ সামাদ বলেন, পরিবেশের সুরক্ষায় বৃক্ষ ছায়া, বাতাস শুদ্ধ রাখা, জলবায়ু নিয়ন্ত্রণ ও কার্বন ডাই অক্সাইড শোষণে সাহায্য করে। ফলে গ্রীনহাউস গ্যাস কমে পরিবেশ সুস্থ থাকে। জীব বৈচিত্র্য রক্ষায় বৃক্ষ নানা প্রাণি ও পাখির আবাসস্থল সরবরাহ করে, ফলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় থাকে। 




কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ