টাঙ্গাইলের সখীপুরে মা ও শিশু কেয়ার নামের একটি ক্লিনিক মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী এই অর্থদণ্ড দেন।
আদালত সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে সখীপুর-সাগরদীঘি সড়কের পৌরসভার মিলপাড় এলাকার মা ও শিশু কেয়ার ক্লিনিকে হঠাৎ অভিযানে যান ইউএনও আবদুল্লাহ আল রনী। এ সময় ক্লিনিকের স্বত্বাধিকারী ডা. সামছুল আলম নবায়নকৃত লাইসেন্স দেখাতে ব্যর্থ হন। লাইসেন্স নবায়ন না থাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ডা. সামছুল আলমকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে মূল্য তালিকা, ক্রয় রশিদ না থাকা ও লাইসেন্সের মেয়াদ না থাকায় পৌরশহরের মেসার্স তাকওয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাহিদুল ইসলামকেও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন একই ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী বলেন, অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একটি ক্লিনিক ও একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।