সখীপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে বিষধর সাপের কামড়ে নিলুফা বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এর আগে রাত ৮টায় উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বগাপ্রতিমা গ্রামের নিজ বাড়িতে বিড়ালের তাড়া খেয়ে একটি সাপ গৃহবধূ নিলুফাকে ছোবল দেয়। নিলুফা ওই গ্রামের শাহ আলীর স্ত্রী। তাঁদের সংসারে সিনহা (৪) ও সাবিহা (২) নামের দুইজন কন্যা সন্তান রয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে নিলুফা ও তাঁর স্বামী ঘরের মেঝেতে বসে খাবার খাচ্ছিলেন। হঠাৎ তাঁরা দেখতে পান একটি বিড়াল সাপকে তাড়া করছিল। কোনো কিছু বুঝে ওঠার আগেই সাপটি দৌড়ে এসে নিলুফার পায়ে ছোবল দেয়। তাৎক্ষণিকভাবে নিলুফাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে রোগীর অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়মনসিংহ যাওয়ার পথে রাত ১০টার দিকে ভালুকায় পৌঁছালে নিলুফা মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মনিরুল ইসলাম বলেন, হাসপাতালে সাপে কাটা রোগীর ভ্যাকসিন রয়েছে। তবে ওই রোগীর অবস্থা এতই খারাপ ছিল যে, তাঁকে ভ্যাকসিন দেওয়া সম্ভব ছিল না। এ কারণে আমরা তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দিই।
আজ রোববার সকাল ১০টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে গৃহবধূ নিলুফাকে দাফন করা হয়েছে।