ঢাকা | 15 January 2026

শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগ সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর : ফারাহ শাম্মী

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 16, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী বলেছেন, শৃঙ্খল ভেঙ্গে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগের সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর। পাকিস্তানি শাসকগোষ্ঠীর শাসন-শোষণের কবল থেকে মুক্ত হতে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে লড়াই করেছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ। ১৬ ডিসেম্বর জাতি বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের ফসল লাভ করে। এদিনটি ভবিষ্যতের প্রতি সমস্ত দেশবাসীর দায়বদ্ধতাকেও স্মরণ করিয়ে দেয়। এখন দায়িত্ব ন্যায়পরায়ণতা, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে এগিয়ে যাওয়ার। বিভাগীয় কমিশনার বীর মুক্তিযোদ্ধাসহ শহীদ পরিবারের সদস্যদের যেকোনো সমস্যায় প্রশাসনের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। 

মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহে আলোচনা সভা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ ত্যাগের মধ্য দিয়ে এদেশ স্বাধীনতা লাভ করে। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ছিল ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। সে সমাজ প্রতিষ্ঠায় সামাজিক ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের আপোষহীনভাবে এগিয়ে যেতে হবে।

 অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া, পুলিশ সুপার মিজানুর রহমান, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ,  জুলাইযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি দপ্তরের কর্মকর্তাসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ