ঢাকা | 04 November 2025

সখীপুরে মাটি ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 29, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের সখীপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাকিবুল ইসলাম (৪৫) নামের এক মাটি ব্যবসায়ীকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার রাত ১২টার দিকে উপজেলার গড়বাড়ি এলাকার পাহাড়ি লাল মাটি ও বন বিভাগের জমি থেকে অবৈধভাবে মাটি বিক্রির অপরাধে তাঁকে এ জরিমানা করা হয়। অর্থদণ্ডপ্রাপ্ত রাকিবুল ইসলাম ওই এলাকার আব্দুল হামিদের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি এলাকায় রাকিবুল ইসলাম নামের ওই ব্যক্তি বনের জমি থেকে মাটি বিক্রি করছিলেন। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা ঘটনাস্থলে যাচ্ছিলেন। এদিকে সহকারী কমিশনারের অবস্থান টের পেয়ে ওই মাটি ব্যবসায়ী খননযন্ত্র ও ট্রাক সরিয়ে ফেলেন। ‌পরে সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাটি ব্যবসায়ী রাকিবুল ইসলামকে তিন লাখ টাকা জরিমানা করেন। 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত খননযন্ত্র ও ট্রাক পাইনি। ওই ব্যবসায়ীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তিন লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে জরিমানা আদায় হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ