ঢাকা | 04 November 2025

মধুপুরে জলছত্র সুপারকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 6, 2025 ইং
ছবির ক্যাপশন: মধুপুরের জলছত্র সুপারকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী সভায় প্রধান অতিথি ফকির মাহবুব আনাম স্বপনকে ফুল দিয়ে স্বাগত জানান স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দ। ছবির ক্যাপশন: মধুপুরের জলছত্র সুপারকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী সভায় প্রধান অতিথি ফকির মাহবুব আনাম স্বপনকে ফুল দিয়ে স্বাগত জানান স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দ।
ad728

টাঙ্গাইলের মধুপুর উপজেলার জলছত্র স্পোটিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ১২তম জলছত্র সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোবিবার (০৫ অক্টোবর) বিকেলে জলছত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক প্রাণবন্ত পরিবেশে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন।
খেলার উদ্বোধন করেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার। এতে সভাপতিত্ব করেন সংগঠনের  টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ফারুক সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম. রতন হায়দার।

উদ্বোধনী অনুষ্ঠানে ফকির মাহবুব আনাম স্বপন বলেন, “খেলা-ধুলা যুবসমাজকে শৃঙ্খলাপরায়ণ করে গড়ে তোলে। তরুণ যুবাদের মাদকমুক্ত রাখে। শরীর স্বাস্থ্য দেহ-মন সবই সবল থাকে। জলছত্র স্পোটিং ক্লাবের এ আয়োজন তরুণ প্রজন্মকে উৎসাহিত করবে এবং ক্রীড়াচর্চায় নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।”
অনুষ্ঠান সঞ্চালনা করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্পাদক শাহাদত হোসেন ফকির। সার্বিক সহযোগিতায় ছিলেন  জলছত্র স্পোর্টিং ক্লাবের সভাপতি দেবদাস জেংচাম, সাধারণ সম্পাদক মাসুদ রানসহ সংগঠনের সদস্যবৃন্দ। 

উদ্বোধনী ম্যাচে অংশ নেয় সিরাজগঞ্জ ফুটবল একাদশ ও ময়মনসিংহ একাদশ। উদ্বোধনী খেলায় ২-০ গোলে ময়মনসিংহ একাদশ বিজয়ী হয়। বৃষ্টিকে উপেক্ষা করে খেলা দেখতে মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ