ঢাকা | 04 November 2025

টাঙ্গাইলের শ্রেষ্ঠ ওসি সখীপুর থানার আবুল কালাম ভূঞা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 20, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন সখীপুর থানায় কর্মরত মো. আবুল কালাম ভূঞা। আজ সোমবার সকালে টাঙ্গাইল পুলিশ লাইনসে মাসিক কল্যাণ সভায় তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে। গত সেপ্টেম্বর মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে তাঁকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

সখীপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসে পেশাগত দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার, মাদক নিয়ন্ত্রণ, নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনসহ মামলার রহস্য উদঘাটন পর্যালোচনা করে আবুল কালাম ভূঞাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান পুরস্কার তুলে দেন। এ সময় জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আবুল কালাম ভূঞা বলেন, এই অর্জন আমার একার নয়, এটি থানায় কর্মরত সকল সদস্যের সম্মিলিত অর্জন।  সকলের সহযোগিতায় এ সম্মান ধরে রাখার চেষ্টা করব।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ