টাঙ্গাইল সদরের বাস্তহারাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (১১ অক্টোবর) রাত ৮টায় টাঙ্গাইল শিশু একাডেমীর বর্ধিত মাঠে সদরের বাস্তহারাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
সভায় বাস্তহারারা তাদের মানবেতর জীবনের চিত্র তুলে ধরে জানান, নিজেদের কোনো জায়গা না থাকায় তারা সরকারি পতিত বা খাস জমি, নদীর পাড়, পুকুরপাড়সহ বিভিন্ন স্থানে বহু বছর ধরে অস্থায়ীভাবে কাঁচা ঘর ও টিনের ছাওনি তুলে বসবাস করছেন। মাঝে মাঝেই স্থানীয় প্রশাসন নোটিশ দিয়ে এসব ঘর ভেঙে দেয়, আবার কিছুদিন পর তারা বাধ্য হয়ে একই জায়গায় ফিরে এসে নতুন করে বসবাস শুরু করেন। এভাবেই চলছে তাদের মানবেতর জীবন। বাস্তহারারা সরকারি সহায়তায় নিরাপদ ও স্থায়ীভাবে বসবাসের সুযোগ চান।
প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন,“জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় অসহায় ও নিপীড়িত মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারলে বাস্তহারাদের জন্য স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করব। টাঙ্গাইলকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলব।”
সভায় আরও বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, টাঙ্গাইল পৌরসভার সাবেক প্যানেল মেয়র মমিনুল হক খান নিক্সনসহ অন্যান্য নেতৃবৃন্দ।