ঢাকা | 04 November 2025

টাঙ্গাইলে কাতুলী ইউনিয়নে টুকুর পক্ষে ছাত্রদলের নির্বাচনী মত বিনিময় সভা

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 24, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নের তোরাপগঞ্জ বাজারে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে সিরিয়ার যুগ্ন আহবায়ক আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ। প্রধান বক্তা ছিলেন, জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাকিলুর রহমান শাওন। বিশেষ বক্তা ছিলেন, শহর ছাত্রদলের আহ্বায়ক জয়নাল আবেদীন। মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক নূরনবী, সুমন বাপ্পি, সদর থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক নয়ন ইসলাম, সোহানুর রহমান, আলামিন প্রমুখ। বক্তারা, সুলতান সালাউদ্দিন টুকুকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে ধানের শীষে ভোট প্রদানে উৎসাহিত করেন। মত বিনিময় সভায় প্রতিটি কর্মীকে একজন করে সুলতান হয়ে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট দিতে জনসাধারণকে উৎসাহিত করার আহ্বান জানানো হয়।  অনুষ্ঠান সঞ্চালনা করেন থানা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রানা।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ