২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার তান্ডবে খুন হওয়া নেতা-কর্মিদের খুনদের বিচার চেয়ে টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জাপুর উপজেলা শাখা। মঙ্গলবার (২৮ অক্টোবর) বাদ আছর মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল মির্জাপুর উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। জামায়াতের উপজেলা সেক্রেটারি হাফেজ মুফতি আবুল কাশেম মৃধার পরিচালনায় মিছিল উত্তর সংক্ষিপ্ত সমাবেশে  বক্তব্য রাখেন টাঙ্গাইল-৭ জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা অধক্ষ আব্দুল্যাহ তালুকদার, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ, শিবিরের উপজেলা সভাপতি আরাফাত ইসলাম লাবিব প্রমুখ। মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় দুইসহস্রাধিক নেতা-কর্মি যোগদেন