টাঙ্গাইলের সখীপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ১০জন প্রতিবন্ধীর মাঝে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়। উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে সিআরপি চাপাইন সাভার ঢাকার সহযোগিতায় এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি আর্জিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী। এ ছাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনসুর আহমেদ, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন, প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা পলাশ চন্দ্র বর্মন, রিহ্যাব ডেভেলপমেন্ট কর্মকর্তা মোহিত হোসেন রেশাদ, সিপিআর কো-অর্ডিনেটর মোসলেম আলী হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।