ঢাকা | 15 January 2026

টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়ার প্রত্যয়

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 10, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
দুর্নীতি কেবল একটি শব্দ নয়, এটি একটি ব্যাধি-যা একটি জাতির মেরুদণ্ডকে ভেতর থেকে ক্ষয় করে ফেলে। এটি উন্নয়নকে বাধাগ্রস্ত করে, মেধার অবমূল্যায়ন ঘটায় এবং সমাজে বৈষম্যের পাহাড় গড়ে তোলে। তাই দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়তে হবে। আর তারুণ্যই গড়বে আগামীর শুদ্ধতা।
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার সকালে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা কার্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন করে দিবসের কার্যক্রম শুরু করা হয়।
সার্কিট হাউজ সম্মুখ হতে ফেস্টুন, বেলুন ও পায়রা উড়িয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক দিবসের উদ্বোধন করেন। পরে মানববন্ধন এবং র‌্যালি করা হয়। র‌্যালিটি শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। 
শিল্পকলা একাডেমীতে দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও জেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর আলীম আল রাজী। স্বাগত বক্তব্য প্রদান করেন দুপ্রকের সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ।
বক্তারা বলেন, ইতিহাস সাক্ষী, এই ভূখণ্ডে যতবার অন্যায় মাথাচাড়া দিয়ে উঠেছে, ততবারই তারুণ্য ঢাল হয়ে দাঁড়িয়েছে। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ, কিংবা অতি সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র-জনতার আন্দোলন-সবকিছুতেই চালিকাশক্তি ছিল তারুণ্যের অদম্য সাহস।
দুর্নীতি নামক এই অদৃশ্য শত্রুটিকে পরাজিত করতে আজ আবার সেই তারুণ্যের একতা প্রয়োজন। কেন আমরা তরুণদের ওপর এত ভরসা করছি? কারণ, তরুণেরাই হলো পরিবর্তনের অগ্রদূত। 
সভায় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ