ঢাকা | 15 January 2026

টাঙ্গাইলে মহান বিজয় দিবস পালন

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 18, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। গত মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে জেলা সদরের জনসেবা চত্বরে সামনে ৩১ বার তোপধ্বনি ও শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। 
প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক শরীফা হক শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী শামসুন্নাহার স্বপ্না ও টাঙ্গাইল প্রেসক্লাব, টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন এবং সর্বস্তরের জনতা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। 

অন্যদিকে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানের স্মৃতিস্তম্ভে জেলা বিএনপি, টাঙ্গাইল পৌরসভা, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি, টাঙ্গাইল নারী কল্যাণ উদ্যোক্তা ফোরামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তি পর্যায়েও শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া করা হয়।
এদিন সকাল ৯ টায় শহীদ মারুফ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে শরীর চর্চা প্রদর্শন ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। 

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু কর্মসূচিগুলোতে অংশ নেন। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, মধ্যাহ্নভোজ, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে জেলা শিবিরের উদ্যোগে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে রান ফর ভিক্টরি কর্মসূচি পালন করা হয়। সকালে পৌর উদ্যান থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষণিক করে পুনরায় পৌর উদ্যােনে এসে শেষ হয়।  এসময় জেলা জামায়াত ইসলামীর আমির আহসান হাবিব মাসুদসহ অন্য নেতাকর্মীরা 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ